
বনসাই-এর সার লাগে বেশ কম,বিশেষত নাইট্রোজেন সার। তাই ঘন ঘন সার দেবার দরকার হয় না। পরিপূরক সার হিসেবে বছরে একবার সুষম তরল সার দিলেই হয়। নিচে কয়েকটি তরল সার এর মিশ্রন দেয়া হলো,প্রয়োজন এবং সুবিধা মত যে কোনো একটি ব্যবহার করতে পারেন-
মিশ্রন ১
সর্ষে’র খোল- ২০০ গ্রাম
ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট- ৫০ গ্রাম
ম্যাগনেসিয়াম সালফেট- ১০ গ্রাম
পানি- ১০ লিটার
মিশ্রন ২
সর্ষে’র খোল- ২০০ গ্রাম
ইউরিয়া- ২৫ গ্রাম
মিউরিয়েট অফ পটাশ- ২০ গ্রাম
ম্যাগনেসিয়াম সালফেট- ১০ গ্রাম
পানি- ১০ লিটার
মিশ্রন ৩
সর্ষে’র খোল- ২০০ গ্রাম
ডাই- অ্যামোনিয়াম ফসফেট- ২০০ গ্রাম
মিউরিয়েট অফ পটাশ- ১০ গ্রাম
ম্যাগনেসিয়াম সালফেট- ১০ গ্রাম
পানি- ১০ লিটার
মিশ্রন তৈরী ও প্রয়োগ বিধি :
৫ লিটার পানিতে খোল ভিজিয়ে পচানোর জন্যে ৮/১০ দিন রাখতে হবে। ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট বা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডি-এ-পি) ৮/১০ ঘন্টা এক লিটার পানিতে ভিজিয়ে অন্যান্য উপাদান সহ তরল খোলের সাথে মেশাতে হবে। এর পর ১০ লিটার তরল সার তৈরী করতে প্রয়োজনীয় মাত্রায় পানি দিতে হবে,এই ১০ লিটার তরল সার ১০-২০ টি (আকার ভেদে) টবে দেয়া যাবে।
তরল সার প্রয়োগ করার সময় টবের মাটিতে যেন রস এর অভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে,পানি দেবার আধা ঘন্টা পর এই সার প্রয়োগ করা উচিত।জুন-আগস্ট মাসের মধ্যে মাত্র এক বারই তরল সার দেয়া উচিত,বেশি দিলে গাছের ক্ষতি হতে পারে।
পাতার সার :
বনসাইয়ের অনু খাদ্যের অভাব মিটাতে বছরে মাত্র একবার এই সার পাতায় ছিটানো উচিত। তরল সার এর মত এটিও বর্ষায় করা উচিত। কারণ ওই সময় গাছে যথেষ্ট পরিমানে পাতা থাকে এবং গাছ বাড়তে থাকে। অনু খাদ্যের জন্যে আজকাল বাজারে নানা ধরনের প্রডাক্ট পাওয়া যায় -তেমন কয়েক টি পন্যের তালিকা দেয়া হলো,প্রস্তুত কারকের নির্দেশনা মতো ওষুধ পানিতে গুলে পাতায় ছিটাতে হবে।
নামের তালিকা :
Agromin
Multiplex
Tracel
Vipul
Trasco 5
এছাড়াও বাজারে আরো নতুন অনেক সার রয়েছে,যেটি সহজেই পাওয়া যায় এবং ভালো -সেগুলো কিনে ব্যবহার করতে পারেন।
(নিজের প্রয়োজনে এবং আপনাদের চাহিদার ভিত্তিতে যত টুকু সম্ভব সতর্কতার সাথে তথ্য গুলো সংগ্রহ করা,ভুল ভ্রান্তি থাকাটা তাই অসম্ভব নয়,কোনো ভুল করে থাকলে আগেই দুঃখ প্রকাশ করছি সাথে অনুরোধ করছি সঠিক তথ্যটি আমাদের জানানোর জন্যে,যাতে আমরা আমাদের ভুল গুলো সুধরে নিতে পারি,সবাইকে ধন্যবাদ,আর একটি কথা-আমার এই সাইট এর লক্ষ্য হচ্ছে মানুষের মাঝে গাছ লাগানোর একটি প্রয়াস তৈরী করা ,তাই নিজের উদ্যোগে লেখা লেখি করছি,আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে চেষ্টা করবেন একটি গাছ লাগানোর,তা যেমনি হোক না কেন,তাহলেই আমার এই কষ্ট সার্থক হবে)-ধন্যবাদ সবাইকে
কিভাবে চারার জন্যে ভালো মাটি প্রস্তুত করবেন?
ফুল প্রেমিকদের জন্যে ছোট্ট একটি টিপস
Very useful.
Thanks a lot,be with us.
এই তরল সার কি বন সাই ছাড়া অন্য গাছে দেয়া যাবে? ধন্যবাদ
এই মিশ্রণগুলো মূলত বনসাই এর অনুপাতেই করা তবে আপনি চাইলে টব এ লাগানো গাছেও ব্যবহার করতে পারবেন,ধন্যবাদ